Friday, July 20, 2012


হৃদয়ের গভীরের কোন এক গোপন স্থান থেকে...
ফলের অন্দরের গভীরতম কোন এক স্থানে...
সুতীক্ষ্ণ এক শঙ্খ ধ্বনি 
অনুরণিত হয়ে চলে...

রঙ'এর এক ঘন প্রলেপের ভিতর থেকে..
শিরা উপশিরার মধ্যে দিয়ে...
স্থিতধী এক মনন ধীরে ধীরে ঝরনা ধারা'র মতো
নির্বাপিত হয় আরও গোপন গভীরে...

এই গভীর নীরবতার ক্ষণিক বিরতির মাঝে..
জীবনের ধারাবাহিকতার মুর্ছনায়...
খুঁজে ফেরে তোমার হাত, গভীরতর এক মিলনের আশায়..
কারণ এ এক চূড়ান্ত অন্তরঙ্গতার প্রকাশ...

No comments:

Post a Comment